শুক্রবার (১৯ মে) সন্ধ্যায় আশুলিয়ার নিরিবিলি এলাকায় স্কুলের পরিচালক ডা. নাজমুল হোসাইনের সভাপতিত্বে স্কুল প্রাঙ্গণে এ বর্ষপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- মুক্তিযোদ্ধা ও গণবিশ্ববিদ্যালয়ের উপার্চায অধ্যাপক ডা. লায়না পারভিন বানু ও বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক ডা. সায়েদুর রহমানসহ প্রমুখ।
এই স্কুলে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ৬০ জন শিক্ষার্থী পড়াশোনা করে। স্কুলের শিক্ষক হিসেবে একজন চিকিৎসকসহ নয় জন মেডিকেল পড়ুয়া শিক্ষার্থী দায়িত্ব পালন করছে। স্কুল থেকে ছিন্নমুল শিশু শিক্ষার্থীদের স্কুল ব্যাগ থেকে শুরু করে সব ধরনের শিক্ষা উপকরণ বিনা খরচে দেওয়া হয়। পাশাপাশি চিকিৎসা সেবা পেয়ে থাকে তারা।
বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, মে ১৯, ২০১৭
এনটি