অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা করাঞ্চল আপিল বিভাগের কমিশনার সুহৃদ বাংলাদেশের খুলনা বিভাগীয় কমিটির সভাপতি প্রশান্ত কুমার রায়।
সংগঠনের বিভাগীয় সাধারণ সম্পাদক সাংবাদিক মল্লিক সুধাংশুর সঞ্চালনায় কেন্দ্রীয় ও বিভাগীয় নেতাদের মধ্যে বক্তৃতা করেন নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি তপন চৈতন্য ব্রহ্মচারী, আচার্য মনোরঞ্জন দাস, ডা. সুশংকর মন্ডল, ডা. এস কে বল্লভ, অ্যাডভোকেট বিনয় কৃষ্ণ পোদ্দার, অধ্যাপক অশোক তরু, প্রকৌশলী চিন্ময় গোলদার, সাধান চন্দ্র মন্ডল, প্রফুল্ল কুমার রায়, অধ্যাপক বিপুল হালদার, অধ্যাপক নিমাই রায় প্রমুখ।
সমাবেশে নেতারা বলেন, রাজনৈতিক ক্ষমতায়ন ছাড়া কোনোভাবেই সংখ্যালঘুদের অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয়। বঞ্চনা, নির্যাতন, নিপীড়ন থেকে মুক্তিরও উপায় নেই। আর প্রিয় মাতৃভূমি ত্যাগও কোনো সমাধান হতে পারে না। তাই দেশের মাটিতে টিকে থেকে মুক্তিযুদ্ধের চেতনার শক্তির সঙ্গে ঐক্যবদ্ধভাবে অধিকার আদায়ের সংগ্রামে ব্রতী হতে হবে।
অনুষ্ঠানে খুলনা বিভাগের ১০ জেলাসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে সুহৃদ সদস্যরা অংশ নেন।
বাংলাদেশ সময়: ২০৩৯ ঘণ্টা, মে ১৯, ২০১৭
এমআরএম/এএ