শুক্রবার (১৯ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টঙ্গী-ঘোড়াশাল সড়কে এ দুর্ঘটনা ঘটে।
জয়দেবপুর থানার মিরেরবাজার পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. রফিকুল ইসলাম জানান, পূবাই বসুগাঁও এলাকায় টঙ্গী-ঘোড়াশাল সড়ক পার হচ্ছিলেন ওই যুবক।
এসময় একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে পড়ে গেলে একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের জন্য তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২১১৯ ঘণ্টা, মে ১৯, ২০১৭
আরএস/আরএ