শুক্রবার (১৯ মে) সংগঠনটির সভাপতি আসিফুর রহমান অভি ও সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন মুরাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আজিমপুর এস্টেট জনকল্যাণ সমিতি ও আজিমপুর বয়েজ ক্লাবের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।
আজিমপুর এস্টেট জনকল্যাণ সমিতি প্রাঙ্গণে অনুষ্ঠিত এ মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে চক্ষুসেবাও দেওয়া হবে। এছাড়া বৃক্ষরোপণ কার্যকর, রক্তদান কর্মসূচিও থাকছে। সংগঠনটি বেশ কয়েক বছর ধরে এ ধরনের জনহিতকর কার্যক্রম পরিচালনা করে আসছে।
বাংলাদেশ সময়: ২১৩১ ঘণ্টা, মে ১৯, ২০১৭
ইইউডি/ওএইচ/এসএইচ