শুক্রবার (১৯ মে) সন্ধ্যা পৌনে ৭টার দিকে স্টেশনের ২ নম্বর প্লাটর্ফম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম বাংলানিউজকে জানান, টঙ্গী রেলস্টেশনের ২ নম্বর প্লাটর্ফমে ওই ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।
তিনি বলেন, ওই ব্যক্তির পরনে সাদা চেক লুঙ্গি রয়েছে। তবে শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, বাধর্ক্যজনিত কারণে তার মৃত্যু হতে পারে। মৃত ব্যক্তি স্টেশন এলাকায় ভিক্ষা করতেন বলে জানা গেছে।
বাংলাদেশ সময়: ২১৫৩ ঘণ্টা, মে ১৯, ২০১৭
আরএস/জিপি/আরএ