শুক্রবার (১৯) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের লাথুরিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়। জাহিদুল ইসলাম রাজশাহীর মতিহার থানার বিনোদপুর এলাকার সাতবড়িয়া মহল্লার আব্দুল আজিজের ছেলে।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিএম সামসুন নুর বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে লাথুরিয়া এলাকায় অভিযান চালানো হয়। এসময় ঢাকাগামী ন্যাশনাল ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি করে ৭৫ বোতল ফেনসিডিলসহ জাহিদুলকে আটক করা হয়।
এ ঘটনায় বড়াইগ্রাম থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান।
বাংলাদেশ সময়: ২০০৯ ঘণ্টা, মে ১৯, ২০১৭
এনটি