ঢাকা, শনিবার, ১৭ ফাল্গুন ১৪৩১, ০১ মার্চ ২০২৫, ০০ রমজান ১৪৪৬

জাতীয়

কেরানীগঞ্জে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪২ ঘণ্টা, মে ১৯, ২০১৭
কেরানীগঞ্জে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

কেরানীগঞ্জ (ঢাকা): কেরানীগঞ্জে মো. কায়েস (২৫) নামে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৯ মে) রাত ১০টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন খেজুরবাগ কুমিল্লাবাড়ি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ইকুরিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. কামাল এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, এলাকাবাসীর কাছে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করি।

মাদক সংক্রান্ত কারণে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিক তদন্তে ধারণা করছে পুলিশ।

এ ঘটনায় থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ২২৩৩ ঘণ্টা, মে ১৯, ২০১৭
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।