শুক্রবার (১৯ মে) রাত ১০টার দিকে যাত্রাবাড়ী কাজলা পেট্রোল পাম্প ছনটেক এলাকায় ওই কিশোরকে ছুরিকাঘাত করা হয়।
মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেকে) নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
জাহিদের মৃত্যু সংবাদ পেয়ে ঢামেকে ছুটে আসেন তার স্বজনরা। চাচাতো ভাই মো. আইউব বাংলানিউজকে জানান, স্থানীয় একটি ফ্যান কারখানায় চাকরি করতো জাহিদ।
যাত্রাবাড়ীর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বাংলানিউজকে জানান, জাহিদের মুত্যু সংবাদ আমরা পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
বাংলাদেশ সময়: ০০১৪ ঘণ্টা মে ১৯,২০১৭
এজেডএস/এমএ/এমজেএফ