আটক পবিত্র সমাদ্দার ২ নম্বর গৌরিচন্না আবাসনের বাসিন্দা মনিন্দ্র সমাদ্দারের ছেলে।
বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুজ জামান বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তীতে ভূতমারা এলাকা থেকে ২০০ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়েছে।
এ সময় তার কাছে স্থানীয় দৈনিক পত্রিকার শেষ কথার একটি প্লাস্টিক আইডি কার্ড জব্দ করা হয়। অনেক দিন আগে থেকেই তার ওপর নজর রাখা হচ্ছিল বলেও জানান ওসি।
পবিত্র সমাদ্দার নিজেকে স্থানীয় দৈনিক শেষকথার সাংবাদিক হিসেবে পরিচয় দিতেন। এ সম্পর্কে দৈনিক শেষকথা সম্পাদক মো. ইউনুস সোহাগ বাংলানিউজকে জানান, পবিত্র সমাদ্দার নামে কোনো সংবাদকর্মী তার পত্রিকায় কাজ করেন না। তিনি হয়তো তার প্রতিষ্ঠানের ভুয়া পরিচয় পত্র বানিয়ে বহন করেছেন।
বাংলাদেশ সময়: ০১০১ ঘণ্টা, মে ২০, ২০১৭
এমএ/এমজেএফ