শুক্রবার (১৯ মে) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এর আগে রাত ৮ টার দিকে উপজেলার পাটুল বাজারে মাটি বোঝাই ট্রলির ধাক্কায় আহত হন তিনি।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বাংলানিউজকে জানান, রাত আনুমানিক ৮ টার সময় আলম পাটুল বাজারের শামিমের কম্পিউটারের দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন আলম নামের ওই যুবক। এ সময় হালতিবিল থেকে উঠে আসা মাটি বোঝাই ট্রলি তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন আলম।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে নাটোর সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়।
শনিবার (২০ মে) সকালে নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে বলেও জানান ওসি।
বাংলাদেশ সময়: ০১৩৮ ঘণ্টা, মে ২০, ২০১৭
এমএ/এমজেএফ