শুক্রবার (১৯ মে) রাত দশটায় মেহেরপুরের ভৈরব নদের উপর দাঁড়িয়ে থাকা গোভিপুর ব্রিজে সরেজমিনে গিয়ে এ দৃশ্য দেখা যায়। স্থানীয়রা এ আড্ডাকে ‘লোডশেডিং আড্ডা’ আখ্যা দিয়েছেন।
গোভিপুরের বাসিন্দা জামাল উদ্দিন বাংলানিউজকে বলেন, সন্ধ্যার পর প্রতিদিনই লোডশেডিং হয়, এ কারণে অসহনীয় গরমে স্বস্তির বাতাস গায়ে লাগাতে শেখপাড়া, থানাপাড়া, টেংরাপাড়া, কাজিপাড়া, খাঁ-পাড়াসহ মেহেরপুর শহরের বিভিন্ন স্থান থেকে মানুষ এখানে আসেন। এখানে এলে নদের পাড়ে শিয়ালের হাঁকডাক শোনা যায়।
তিনি জানান, এ আড্ডাকে লোডশেডিং আড্ডা নামে সবাই বলে থাকেন।
আড্ডাবাজদের মধ্যে বেশিরভাগই তরুণ। তারা ব্রিজের উপরে ফুরফুরে বাতাসে ফেসবুক চালান।
একদল তরুণ নিয়ে আড্ডা দিতে আসা মেহেরপুর জেলা ছাত্রলীগের সভাপতি বারিকুল ইসলাম (লিজন) বাংলানিউজকে বলেন, মূলত একটু স্বস্তির নিঃশ্বাস নেওয়ার জন্য এখানে আসা। বিশেষ করে লোডশেডিং হলে এখানে আড্ডাটা বেশি জমে যায়, যা মাঝেমধ্যে মিলনমেলায় পরিণত হয়।
বাংলাদশে সময়: ০৪২০ ঘণ্টা, মে ২০, ২০১৭
এমজেএফ