ঢাকা, শনিবার, ১৭ ফাল্গুন ১৪৩১, ০১ মার্চ ২০২৫, ০০ রমজান ১৪৪৬

জাতীয়

ভান্ডারিয়ায় পলাতক আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২৫ ঘণ্টা, মে ২০, ২০১৭
ভান্ডারিয়ায় পলাতক আসামি গ্রেফতার

পিরোজপুর: পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় মো. বছির ফকির (৪২) নামে ১৭ বছরের সাজার আদেশপ্রাপ্ত পলাতক এক আসামিকে  গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১৯ মে) দিনগত রাতে মাদারীপুর জেলার শিবচর উপজেলার কাঠালবাড়ি ফেরিঘাট থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি আন্তঃজেলা ডাকাত দলের সদস্য ছিলেন।

গ্রেফতারকৃত মো. বছরি ফকির উপজেলার ঝুনিয়া গ্রামের সাত্তার ফকিরের ছেলে।

ভান্ডারিয়া থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবুল হাসান বাংলানিউজকে জানান, ২০০৯ সালের ২৫ জানুয়ারি বাগেরহাট জেলার বিশেষ ট্রাইব্যুনাল-৫ এ বছির ফকিরকে অস্ত্র ও ডাকাতি মামলায় ১৭ বছরের সাজা দেওয়া হয়। এর পর থেকে দীর্ঘদিন তিনি পলাতক ছিলেন।

তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি, অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে। শুক্রবার দিনগত রাতে আধুনিক প্রযুক্তির মাধ্যমে মোবাইল ট্রাকিং করে বছির ফকিরকে মাদারীপুর জেলার শিবচর উপজেলার কাঠালবাড়ি ফেরিঘাট এলাকা থেকে গ্রেফতার করা হয়।
বাংলাদেশ সময়: ১০২১ ঘণ্টা, মে ২০, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।