শুক্রবার (১৯ মে) দিনগত রাতে মাদারীপুর জেলার শিবচর উপজেলার কাঠালবাড়ি ফেরিঘাট থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি আন্তঃজেলা ডাকাত দলের সদস্য ছিলেন।
গ্রেফতারকৃত মো. বছরি ফকির উপজেলার ঝুনিয়া গ্রামের সাত্তার ফকিরের ছেলে।
ভান্ডারিয়া থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবুল হাসান বাংলানিউজকে জানান, ২০০৯ সালের ২৫ জানুয়ারি বাগেরহাট জেলার বিশেষ ট্রাইব্যুনাল-৫ এ বছির ফকিরকে অস্ত্র ও ডাকাতি মামলায় ১৭ বছরের সাজা দেওয়া হয়। এর পর থেকে দীর্ঘদিন তিনি পলাতক ছিলেন।
তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি, অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে। শুক্রবার দিনগত রাতে আধুনিক প্রযুক্তির মাধ্যমে মোবাইল ট্রাকিং করে বছির ফকিরকে মাদারীপুর জেলার শিবচর উপজেলার কাঠালবাড়ি ফেরিঘাট এলাকা থেকে গ্রেফতার করা হয়।
বাংলাদেশ সময়: ১০২১ ঘণ্টা, মে ২০, ২০১৭
আরএ