শুক্রবার (১৯ মে) দিনগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ঘোড়াশাল এলাকায় এ ঘটনা ঘটে।
শরিফ উপজেলার উত্তরপাড়া এলাকার মালু মিয়ার ছেলে।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম বদিউজ্জামান বাংলানিউজকে জানান, উপজেলার সিএনজি স্ট্যান্ড থেকে কথা কাটাকাটির জের ধরে হোমনা সার্ভিসের একটি বাসের স্টাফরা সিএনজি চালককে উঠিয়ে নিয়ে মারধর করেন। এরপর তাকে ঘোড়াশাল এলাকায় বাস থেকে ফেলে ওই বাসের নিচে চাপা দিয়ে হত্যা করেন।
এ ঘটনায় ওই বাসচালক বাবু ভূঁইয়াকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতাল মর্গে রয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, মে ২০, ২০১৭
এএটি/এএ