সুমি আক্তার মাদারীপুর কালকিনি উপজেলার পূর্ব আলীপুর গ্রামের গোলাম আকনের মেয়ে।
শনিবার (২০ মে) ভোর সাড়ে ৪টার দিকে কুনিপাড়া নূর ফার্মেসি গলির ২২/৭/১ নম্বর বাসার দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়।
সুমির ভাই সাগর আহমেদ বাংলানিউজকে জানান, চার বছর আগে রংমিস্ত্রি জুনায়েদ ওরফে রাজনের সঙ্গে বিয়ে হয় সুমির। তাদের কোনো সন্তান নেই। দু’জন মিলেই ওই বাসায় ভাড়া থাকতো। রাজন সকালে কাজে গিয়ে ১২টার দিকে বাসায় ফিরে রুমের দরজা বন্ধ দেখে আমাকে ফোন করে বাসায় আসতে বলেন। বাসায় এসে ভেতর দিয়ে দরজা বন্ধ দেখে পুলিশে খবর দেই। পরে পুলিশ এসে দরজা ভেঙে সুমির মরদেহ উদ্ধার করেন।
তিনি আরও জানান, তাদের দু'জনের মধ্যে কখনও অমিল দেখিনি। কি কারণে এমন হলো বুঝতে পারছি না।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপ পরিদর্শক (এসআই) মাজেদুল ইসলাম বাংলানিউজকে জানান, খবর পেয়ে পুলিশ রুমের দরজা ভেঙে ওই নারীর মরদেহ উদ্ধার করে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সুমি আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
বাংলাদেশ সময়: ১৩০৩ ঘণ্টা, মে ২০, ২০১৭
ওএইচ/জেডএস