মেহেরপুর জেলার যেদিকেই চোখ যাচ্ছে, গাছে গাছে ঝুলছে কাঁচা-পাকা আম। যত দূর চোখ যায়, কেবলই আমের বাগান।
চাঁপাইনবাবগঞ্জ কিংবা রাজশাহী নয়, খুলনা বিভাগের মেহেরপুর জেলায় এলে বিস্তৃত বাগানে স্নিগ্ধ, শান্তিময় এক পরিবেশে আমের ঘ্রাণ ও ভোজন দুইটাই উপভোগ করতে পারবেন। দিনভর দেখা মিলবে একের পর এক গাছ থেকে আম পাড়ার দৃশ্য।
মেঠো পথ কিংবা পিচ ঢালা পথে সারি সারি আম বোঝাই ভ্যান কিংবা পিকআপের ছুটে চলার দৃশ্যও মনে দোলা দেবে যে কারো। মোড়ে মোড়ে অলিগলিতে আমওয়ালাদের হাঁকডাকে সরগরম চারদিক।
শনিবার (২০ মে) মুজিবনগরের আম চাষি রসুল মিয়া জানান, মেহেরপুরজুড়ে এখন আম আর আম। শহরের পাড়া-মহল্লার-অলিগলি থেকে গ্রামের হাটবাজার সর্বত্রই আমের কারবার। মেহেরপুরের সুমিষ্ট ও রসালো এ আমের কদর সবখানে।
মজমপুর এলাকার আম বাগানের মালিক মোসলেহ উদ্দিন বলেন, ২০ কেজির এক ক্যারেট আমের দাম ১ হাজার টাকা। আবার কোথাও এক মণ বিক্রি হয় ১৫শ’ থেকে ১৮শ’ টাকায়। তবে স্থানীয় প্রশাসন থেকে হিমসাগর আম পাড়ার নির্দেশ ২৫ মে থেকে। কিন্তু অনেকে এ নির্দেশ অমান্য করে আম পাড়ছে। হিমসাগরের দাম একটু বেশি বলে জানান তিনি।
মুজিবনগরের স্কুল শিক্ষক রহমত আলী বলেন, আমকেন্দ্রিক বাণিজ্য নিয়ে ভীষণ ব্যস্ত মেহেরপুরের মানুষ। গত কয়েকদিন থেকেই আমের কারবার শুরু হয়েছে এ জেলায়। গড়ে উঠেছে মৌসুমী আমের দোকানপাট। সেখানে কেনাবেচাও জমে উঠেছে।
আমের রাজ্য ভ্রমণের সাথে সাথে অনেকেই বাগান থেকে টসটসা আম পেড়ে কিনে নিয়ে যান বলে জানান এ স্কুল শিক্ষক।
জানা যায়, মেহেরপুর জেলায় এবার ১৫ থেকে ২০ হাজার আম চাষি ২২ ‘হেক্টর জমিতে আম চাষ করেছেন। যেখান ৩৩ হাজার মেট্রিকটন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি সম্প্রসারণ অধিদফতর।
জেলায় উৎপাদিত আমের মধ্যে রয়েছে হিমসাগর, ল্যাংড়া, বোম্বাই, ফজলি ও আম্রপালিসহ বিভিন্ন জাতের আম।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, জেলায় এ বছর ২২শ’ হেক্টর জমিতে আম চাষ হয়েছে। এর মধ্যে ৭০ ভাগই হিমসাগর আমের চাষ হয়েছে। ইউরোপে আম রপ্তানি করার জন্য জেলার ৬৫ জন আম চাষির সাথে চুক্তি করা হয়েছে। এসব চাষি ব্যাগিং পদ্ধতিতে আমের চাষ করেছেন।
সুস্বাদু আম হওয়ায় চাহিদা বেড়ে চলতি বছর আড়াই শ’ থেকে ৩০০ মেট্রিকটন আম ইউরোপে যাবে বলে আশা করছেন জেলা প্রশাসন ও কৃষি বিভাগ।
মেহেরপুর জেলা প্রশাসক পরিমল সিংহ বাংলানিউজকে বলেন, মেহেরপুরের সুস্বাদু হিমসাগর আম এবারো রফতানি হবে ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশগুলোতে। আন্তর্জাতিক বাজারে হিমসাগর আমকে ছড়িয়ে দিতে মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ২০১৫ সালে উদ্যোগ নেয়। ক্রমান্বয়ে আমের চাহিদা বিদেশে বেশি বাড়ছে। এটা আমাদের জন্য একটি সুখবর।
বাংলাদেশ সময়: ১৩৩৭ ঘণ্টা, মে ২০, ২০১৭
জিপি/জেডএম