ঢাকা: রাজধানীতে ভবন থেকে পড়ে এলাহী (১৯) নামে এক রংমিস্ত্রির মৃত্যু হয়েছে। এলাহী গোপালগঞ্জ সদর উপজেলার বাসিন্দা।
শনিবার (২০ মে) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কলাভবনে সৌন্দর্যবর্ধনের কাজ করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
এলাহীর সহকর্মী বিপ্লব বাংলানিউজকে জানান, কলাভবনের ষষ্ঠ তলার বাহিরের অংশে রঙ করছিলেন তারা।
এসময় অতিরিক্ত গরমে হঠাৎ মাথা ঘুরে মই থেকে পড়ে যায় এলাহী। দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে দুপুর ১টার দিকে কর্তব্যরত চিকিৎসক এলাহীকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের উপ পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪২১ ঘণ্টা, মে ২০, ২০১৭
এজেডএস/ওএইচ/জেডএস
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।