ঢাকা, শনিবার, ১৭ ফাল্গুন ১৪৩১, ০১ মার্চ ২০২৫, ০০ রমজান ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে আগুন থেকে রক্ষা পেলো ১০ তলা ভবন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৮ ঘণ্টা, মে ২০, ২০১৭
রাজশাহীতে আগুন থেকে রক্ষা পেলো ১০ তলা ভবন রাজশাহীতে টিনশেড বাড়িতে আগুন/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: রাজশাহী মহানগরীর কাদিরগঞ্জ এলাকায় একটি টিনশেড বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুইটি ইউনিট ঘটানাস্থলে পৌঁছে দ্রুত আগুন নেভায়। হয়নি তেমন কোনো ক্ষয়ক্ষতি।

আগুনে ওই বাড়ি ঘেঁষে থাকা একটি দশতলা ভবন অল্পের জন্য বড় ধরনের অগ্নিকাণ্ড থেকে রক্ষা পায়। তার পাশেই ছিল একটি কোচিং সেন্টার, যেখানে শিক্ষার্থীদের ক্লাশ চলছিল।

শনিবার (২০ মে) দুপুর ১২টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে বোয়ালিয়া থানা পুলিশ ঘটানস্থলে গিয়ে কাদিরগঞ্জ সড়কের যানবাহন চলাচল বন্ধ করে দেয়।

রাজশাহী সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার ফরহাদ হোসেন বাংলানিউজকে জানান, আগুনের খবর পেয়ে সেখানে দ্রুত গাড়ি পাঠানো হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ৩০ মিনিট চেষ্টা করে আগুন নেভাতে সক্ষম হন।

এক প্রশ্নের জবাবে ফরহাদ হোসেন বলেন, কাদিরগঞ্জ এলাকার ওই বাড়িটি ১৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মুক্তার আলী লোলোর। দুপুরে রান্না করার সময় অসাবধাণতাবসত চুলার আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, মে ২০, ২০১৭
এসএস/ওএইচ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।