ঢাকা, শনিবার, ১৭ ফাল্গুন ১৪৩১, ০১ মার্চ ২০২৫, ০০ রমজান ১৪৪৬

জাতীয়

সৈয়দপুরে কাটা ক্যাবলের ক্ষতিপূরণ দিল পৌরসভা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৭ ঘণ্টা, মে ২০, ২০১৭
সৈয়দপুরে কাটা ক্যাবলের ক্ষতিপূরণ দিল পৌরসভা

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে সড়ক নির্মাণ কাজে খোঁড়াখুঁড়ির সময় অসাবধানতাবশত কেটে যাওয়া ভূ-গর্ভস্থ টেলিফোন ক্যাবলের ক্ষতিপূরণ দিয়েছে পৌরসভা।

বৃহস্পতিবার (১৮ মে) “সৈয়দপুরে ক্যাবল কাটা পড়ে ৪শ’ টেলিফোন অকেজো” শিরোনামে বাংলানিউজটোয়েন্টিফোর.কমে একটি সংবাদ প্রকাশিত হয়। এর সংবাদের প্রেক্ষিতে সৈয়দপুর পৌরসভা শনিবার (২০ মে) প্রায় ৭ লাখ টাকা ক্ষতিপূরণ দেয়।


 
সৈয়দপুর পৌর এলাকার পাঁচমাথা মোড় থেকে সৈয়দপুর-পার্বতীপুর পর্যন্ত রাস্তা এবং বিমানবন্দর থেকে পার্ক মোড় পর্যন্ত রাস্তা প্রশস্তকরণ, ড্রেন নির্মাণ ও এলইডি লাইট স্থাপনের কাজ শুরু করা হয়। গত বছরের নভেম্বর মাসে এ কাজ শুরু হয়। এ কাজে প্রকল্পের ব্যয় ধরা হয় ১৮ কোটি ৬৬ লাখ ১৬ হাজার টাকা। এ কাজের দায়িত্ব পায় কুড়িগ্রামের আরএবি-আরসি অ্যান্ড বিসি (জেভি) নামে একটি ঠিকাদ‍ারী প্রতিষ্ঠান।
 
নীলফামারীর বাণিজ্যিক শহর সৈয়দপুরে সড়ক উন্নয়নের কাজ করতে গিয়ে অসতকর্তায় ভূ-গর্ভস্থ লাইনের ক্যাবল কাটা পড়ে। ফলে ৪ শতাধিক টেলিফোন অকেজো হয়ে পড়ে। এতে করে বিটিসিএলের সরকারি ও বেসরকারি গ্রাহকরা চরম বেকায়দায় পড়েন।

বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, মে ২০, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।