বৃহস্পতিবার (১৮ মে) “সৈয়দপুরে ক্যাবল কাটা পড়ে ৪শ’ টেলিফোন অকেজো” শিরোনামে বাংলানিউজটোয়েন্টিফোর.কমে একটি সংবাদ প্রকাশিত হয়। এর সংবাদের প্রেক্ষিতে সৈয়দপুর পৌরসভা শনিবার (২০ মে) প্রায় ৭ লাখ টাকা ক্ষতিপূরণ দেয়।
সৈয়দপুর পৌর এলাকার পাঁচমাথা মোড় থেকে সৈয়দপুর-পার্বতীপুর পর্যন্ত রাস্তা এবং বিমানবন্দর থেকে পার্ক মোড় পর্যন্ত রাস্তা প্রশস্তকরণ, ড্রেন নির্মাণ ও এলইডি লাইট স্থাপনের কাজ শুরু করা হয়। গত বছরের নভেম্বর মাসে এ কাজ শুরু হয়। এ কাজে প্রকল্পের ব্যয় ধরা হয় ১৮ কোটি ৬৬ লাখ ১৬ হাজার টাকা। এ কাজের দায়িত্ব পায় কুড়িগ্রামের আরএবি-আরসি অ্যান্ড বিসি (জেভি) নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান।
নীলফামারীর বাণিজ্যিক শহর সৈয়দপুরে সড়ক উন্নয়নের কাজ করতে গিয়ে অসতকর্তায় ভূ-গর্ভস্থ লাইনের ক্যাবল কাটা পড়ে। ফলে ৪ শতাধিক টেলিফোন অকেজো হয়ে পড়ে। এতে করে বিটিসিএলের সরকারি ও বেসরকারি গ্রাহকরা চরম বেকায়দায় পড়েন।
বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, মে ২০, ২০১৭
আরএ