শনিবার (২০ মে) সকালে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে স্থানীয় বঙ্গবন্ধু কমপ্লেক্সে কোরআনখানি, দোয়া মাহফিল ও কাঙালি ভোজের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সাবেক প্রটোকল কর্মকর্তা আলাউদ্দিন আহাম্মেদ চৌধুরী নাসিম।
আরও উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খায়রুল বাশার মজুমদার তপন, পরশুরাম উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, ফুলগাজী উপজেলা চেয়ারম্যান মো. আব্দুল আলিম, ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএম মোর্শেদ পিপিএম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনজুরা আজিজ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রুহুল আমিন মজুমদার, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাজী জামাল উদ্দিন, ফুলগাজী সদর ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, আনন্দপুর ইউপি চেয়ারম্যান হারুন মজুমদার, জিএম হাট ইউপি চেয়ারম্যান মজিবুল হক, আমজাদ হাট ইউপি চেয়ারম্যান মীরহোসেন মীরু, দরবারপুর ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন মজুমদারসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ।
বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, মে ২০, ২০১৭
এসএইচডি/এসআরএস/এএ