বুধবার (২৪ মে) শ্রীমঙ্গলের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ে ৯০৭ জন ভোটারের মধ্যে এ ভোগগ্রহণ অনুষ্ঠিত হয়।
এতে খেজুর গাছ প্রতীক নিয়ে এএসএস ইয়াহিয়া পেয়েছেন ৪৩৫টি ভোট।
এছাড়া অন্যদিকে বাইসাইকেল প্রতীক নিয়ে কামাল হোসেন পেয়েছেন ৪৫৫টি ভোট এবং টেলিফোন প্রতীক নিয়ে তার প্রতিদ্বন্দ্বী সুজিত বৈদ্য পেয়েছেন ৩৮৮টি ভোট।
এছাড়া ব্যবসায়ী সমিতির নির্বাচনে সহ সভাপতি নির্বাচিত হয়েছেন আব্দুল কাদির খান, শামীম আহমদ এবং দেবাশীষ ধর পার্থ। যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো.আক্তার হোসেন এবং মো. খয়ের খাঁন। সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান জুয়েল, প্রচার সম্পাদক মো.ফারুক মিয়া, দপ্তর সম্পাদক সুজিত ও কোষাধ্যক্ষ হিসেবে আব্দুল বাছিত নির্বাচিত হয়েছেন।
বাংলাদেশ সময়: ০৩০৪ ঘণ্টা মে ২৫, ২০১৭
বিবিবি/এমএ/আরএ