ঢাকা, মঙ্গলবার, ১৯ ফাল্গুন ১৪৩১, ০৪ মার্চ ২০২৫, ০৩ রমজান ১৪৪৬

জাতীয়

কোটি টাকার 'সাপের বিষ' ও অস্ত্রসহ আটক ৫

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩১ ঘণ্টা, মে ২৪, ২০১৭
কোটি টাকার 'সাপের বিষ' ও অস্ত্রসহ আটক ৫

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে প্রায় কোটি টাকা মূল্যের সাপের বিষ সদৃশ বস্তু ও একটি অস্ত্রসহ ৫ জনকে আটক করেছে র‌্যাব-১০।

বুধবার (২৪ মে) সন্ধ্যায় মোহাম্মদপুরের আজিজ মহল্লা থেকে তাদের আটক করা হয়।

র‌্যাব -১০ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি জাহাঙ্গীর হোসেন মাতুব্বর বাংলানিউজকে জানান, সাপের বিষ সদৃশ বস্তুর চারটি কৌটা উদ্ধার করা হয়েছে।

এর মধ্যে তিনটিতে লিকুইড ও একটিতে পাউডার রয়েছে। আটক ব্যক্তিরা এগুলোকে সাপের বিষ বলেই দাবি করেছেন। সে অনুযায়ী এগুলোর বাজার মূল্য প্রায় এক কোটি টাকা। এগুলো আসলেই সাপের বিষ কি না তা পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে।

তিনি আরো জানান, এ সময় তাদের একজনের কাছ থেকে একটি দেশি বন্দুক উদ্ধার করা হয়েছে।

তবে প্রাথমিকভাবে আটক ব্যক্তিদের বিস্তারিত নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।

বাংলাদেশ সময়: ০৩২৫ ঘণ্টা, মে ২৫, ২০১৭

পিএম/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।