বৃহস্পতিবার (২৫ মে) ভোর সাড়ে তিনটার দিকে ভোট গণনাকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এরআগে বুধবার (২৪ মে) ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে ভোট গণনার সময় একটি পক্ষ হঠাৎ করে হামলা করে। এ সময় তারা ফাঁকা গুলি ছুড়ে এবং হাত বোমার বিস্ফোরণ ঘটায়। এক পর্যায়ে তারা ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে যায়।
এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়া শুরু হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। এ ঘটনায় ভোরে শিরোইল বাস টার্মিনাল থেকে রাজশাহী-ঢাকা রুটে সব ধরনের বাস চলাচল বন্ধ হয়ে যায়।
পরিস্থিতি শান্ত হলে সকাল সাড়ে ৮টা থেকে বাস চলাচল স্বাভাবিক হয়।
মহানগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদত হোসেন খান বাংলানিউজকে বলেন, সংঘর্ষের খবর পেয়ে ভোরেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বর্তমানে অপ্রীতিকর ঘটনা এড়াতে মহনগরীর শিরোইল বাস টার্মিনালে বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়েছে। বাসা টার্মিনালেই নির্বাচন অনুষ্ঠিত হয়েছিলো। কিন্তু রাতেও ভোট গণনা শেষ হয়নি।
পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে বলেও জানান বেয়ালিয়া থানার এই পুলিশ কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১০২৬ ঘণ্টা, মে ২৫, ২০১৭
এসএস/এএটি/বিএস