বৃহস্পতিবার (২৫ মে) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। কামাল হোসেন উপজেলার ষোলটাকা ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের বর্তমান সদস্য ও স্থানীয় যুবলীগ নেতা।
আহত কফিল উদ্দীনকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত কামাল হোসেনের ভাই আব্দুল হান্নান বাংলানিউজকে জানান, মাত্র দেড় কাঠা রেওয়াজি সম্পত্তি নিয়ে ষোলটাকা গ্রামের শুকুর আলীর ছেলে শরিফুল ইসলামের সঙ্গে তার দ্বন্দ্ব চলছিলো। এ নিয়ে সকালে আলমগীর হোসেনের বাড়ির সামনে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। পরে তার ভাই কামাল হোসেন বাড়ি ফেরার পথে স্থানীয় মালেকের ছেলে ও খালেকের ছেলে মাজেদুল ইসলামসহ কয়েকজন দা দিয়ে তার মাথায় আঘাত করে। এসময় তার আরেক ভাই কফিল উদ্দীন তাকে বাঁচাতে গেলে হাতে দায়ের আঘাতে তিনিও আহত হন।
স্থানীয়রা তাদের দুই জনকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক কামালকে মৃত ঘোষণা করেন।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. এমকে রেজা বাংলানিউজকে জানান, মাথায় ধারালো অস্ত্রের আঘাতে কামাল হোসেনের মৃত্যু হয়েছে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বাংলানিউজকে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১২০৯ ঘণ্টা, মে ২৫, ২০১৭
এনটি