বৃহস্পতিবার (২৫ মে) বেলা ১১টার দিকে নগরের সদর রোডে দলীয় কার্যালয়ের সামনে মহানগর বিএনপির নেতাকর্মীরা জড়ো হন। সেখানে মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সিকদারের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল নিয়ে অশ্বিনী কুমার হল চত্বর ত্যাগ করতে চাইলে পুলিশ তাতে বাধা দেয়।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, পূর্বানুমতি ছাড়া বিএনপির নেতাকর্মীরা মিছিল করতে চাইলে বাধা দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩২৮ ঘণ্টা, মে ২৫, ২০১৭
এমএস/আরআর/এমজেএফ