বৃহস্পতিবার (২৫ মে) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় ডিবি।
গ্রেফতাররা ছিনতাইকারীরা হলেন- পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ইছহাক আকন্দের ছেলে মো. রিয়াজ (২৯), বরগুনা জেলার চরকগাছিয়া এলাকার সুলতান খানের ছেলে মিন্টু খান (৩২) ও ফরিদপুর জেলার চর বিষ্ণুপুর এলাকার সৈয়দ ফজলুর রহমানের ছেলে মনির হুসাইন (৩৫)।
সংবাদ সম্মেলনে বলা হয়, সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা ছিনতাই মামলার সূত্র ধরে সিদ্ধিরগঞ্জে মিজমিজি এলাকা থেকে তাদের রিয়াজকে গ্রেফতার করে ডিবি সদস্যরা। এসময় তার কাছ থেকে লুণ্ঠিত মালামাল উদ্ধার করে ডিবি। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী ছিনতাইয়ে জড়িত অপর দুই সদস্য মিন্টু ও মনিরকে গ্রেফতার করে ডিবি।
গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ৪ রাউন্ড গুলি ও ৫টি হাতবোমা উদ্ধার করা হয়।
আসামিদের বিরুদ্ধে উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় অভিযোগ করেছেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, মে ২৫, ২০১৭
আরআর/বিএস