বৃহস্পতিবার (২৫ মে) দুপুর সোয়া ১২টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের কাছিকাটা টোলপ্লাজা এলাকার ফিডার রোডে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মােফাজ্জল হোসেন টিপু নাটোর সদর উপজেলার কাফুরিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ককাফুরিয়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিএম সামসুন নুর বাংলানিউজকে জানান, দুপুরে মোফাজ্জল হােসেন টিপু মোটরসাইকেলে সিরাজগঞ্জ থেকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের ফিডার রোড হয়ে বড়াইগ্রামে আসছিলেন। তিনি গুরুদাসপুর উপজেলার কাছিকাটা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি নসিমনের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৩৪৯ ঘণ্টা, মে ২৫, ২০১৭
এনটি