বৃহস্পতিবার (২৫ মে) দুপুরে শহরের সাতমাথায় জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগ কমিটির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচিতে বক্তব্য রাখেন সংগঠনের জেলার সভাপতি গোলাম মাহবুব বিদ্যুৎ, শহর সভাপতি মাহমুদ মণ্ডল, সহ-সভাপতি আজিজুল হাকিম, সাংগঠনিক সম্পাদক হাসান মণ্ডল, শ্রমিক লীগ নেতা আজিজুল হক, রায়হান শেখ, জহুরুল ইসলাম প্রমুখ।
বক্তারা ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
বাংলাদেশ সময়: ১৪৪৯ ঘণ্টা, মে ২৫, ২০১৭
এমবিএইচ/আরআর/এমজেএফ