এছাড়া যারা মৃত্যুদণ্ডাদেশ ও যাবজ্জীবন কারাদণ্ডাদেশ পেয়েছেন তাদের ৩০ হাজার টাকা করে এবং ১০ বছর সাজার আদেশ প্রাপ্তদের ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। এ মামলা থেকে বেকসুর খালাস দেয়া হয়েছে ১২ জনকে।
বৃহস্পতিবার (২৫ মে) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. নাজির আহমেদ এ রায় দেন।
মামলার বিবরণ সূত্রে জানা গেছে, ১৯৯৯ সালের ১৬ অক্টোবর ব্যবসায়ী সিরাজুল হক ছিরুকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে মরদেহ কাশিয়ানী উপজেলার আড়ুয়াকান্দি গ্রামের খালে ফেলে দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহত ব্যক্তির স্ত্রী আমেনা বেগম বাদী হয়ে ৩৭ জনকে আসামি করে কাশিয়ানী থানায় হত্যা মামলা করেন। শুনানি শেষে দীর্ঘ ১৭ বছর পর বৃহস্পতিবার এ রায় দেন বিচারক।
বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, মে ২৫, ২০১৭
এসআই