আটকৃতরা হলেন, ছাত্রদল নেতা মোজাম্মেল হোসেন খান মিঠু, লিটন বিশ্বাস, রুহুল আমিন, আরিফুল ইসলাম ও আলমগীর হোসেন রাজু।
বৃহস্পতিবার (২৫ মে) বেলা সাড়ে ১০টার দিকে শহরের আদালত পাড়ায় সমাবেশ করার চেষ্টা করেন বিএনপির নেতা-কর্মীরা।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেছ আলী ইছার সভাপতিত্বে সমাবেশ শুরু হয়। সেখানে জেলার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, বিএনপি নেতা দেলোয়ার হোসেন দিলা, অ্যাডভোকেট হাফিজুর রহমান বক্তব্য দেন।
এক পর্যায়ে পুলিশ এসে সমাবেশে বাধা দিলে তা পণ্ড হয়ে যায়। এ সময় ৫ নেতাকর্মীকে আটক করে পুলিশ।
ফরিদপুর কোতোয়ালী থানার এসআই মো. মনির হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, পুলিশের পূর্ব অনুমোদন ছাড়া সমাবেশ করায় বাধা দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, মে ২৫, ২০১৭
আরআর/এমজেএফ