বৃহস্পতিবার (২৫ মে) অভিযানের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেন।
তিনি বলেন, ইবনে সিনা হাসপাতালের ট্রাস্ট্রি বোর্ডের অর্থ ও তাদের সম্পত্তির উৎস জানতেই এই অভিযান চালানো হয়েছে।
অভিযানের সময় উপস্থিত ছিলেন- ইবনে সিনার নির্বাহী পরিচালক ফয়জুল্লাহ, সহকারী পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ওলিউর রহমান প্রমুখ।
এর আগে গত বৃহস্পতিবার (১৮ মে) একই অভিযোগে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে অভিযান চালায় দুদক। এ সময় ল্যাব এইড কর্তৃপক্ষ দুদক টিমকে কোনো কাগজপত্র দেখাতে না পারায় এক সপ্তাহের সময় আবেদন করে।
অভিযানের বিষয়ে দুদুক চেয়ারম্যান বাংলানিউজকে বলেন, সম্প্রতি রাজধানীর কয়েকটি বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে ওঠে। এর প্রেক্ষিতে অভিযান পরিচালিত হচ্ছে।
বাংলদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, মে ২৫, ২০১৭
এসজে/জিপি/বিএস