ঢাকা, মঙ্গলবার, ১৯ ফাল্গুন ১৪৩১, ০৪ মার্চ ২০২৫, ০৩ রমজান ১৪৪৬

জাতীয়

ইবনে সিনায় দুদকের অভিযান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৭ ঘণ্টা, মে ২৫, ২০১৭
ইবনে সিনায় দুদকের অভিযান

ঢাকা: ইবনে সিনা হাসপাতালের ধানমন্ডির শাখায় অবৈধ সম্পত্তির খোঁজে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (২৫ মে) অভিযানের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেন।

তিনি বলেন, ইবনে সিনা হাসপাতালের ট্রাস্ট্রি বোর্ডের অর্থ ও তাদের সম্পত্তির উৎস জানতেই এই অভিযান চালানো হয়েছে।

অভিযানে ইবনে সিনা হাসপাতালের কাছে তাদের আয়ের উৎস ও অর্থের পরিমানের যাবতীয় তথ্য জানতে চাওয়া হয়। কিন্তু অভিযানকালে ইবনে সিনার কোনো ট্রাস্টি সদস্য উপস্থিত না থাকায় দুদকে কোনো কাগজপত্র দিতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ।

অভিযানের সময় উপস্থিত ছিলেন- ইবনে সিনার নির্বাহী পরিচালক ফয়জুল্লাহ, সহকারী পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ওলিউর রহমান প্রমুখ।

এর আগে গত বৃহস্পতিবার (১৮ মে) একই অভিযোগে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে অভিযান চালায় দুদক। এ সময় ল্যাব এইড কর্তৃপক্ষ দুদক টিমকে কোনো কাগজপত্র দেখাতে না পারায় এক সপ্তাহের সময় আবেদন করে।      

অভিযানের বিষয়ে দুদুক চেয়ারম্যান বাংলানিউজকে বলেন, সম্প্রতি রাজধানীর কয়েকটি বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে ওঠে। এর প্রেক্ষিতে অভিযান পরিচালিত হচ্ছে।    

বাংলদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, মে ২৫, ২০১৭
এসজে/জিপি/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।