ঢাকা, মঙ্গলবার, ১৯ ফাল্গুন ১৪৩১, ০৪ মার্চ ২০২৫, ০৩ রমজান ১৪৪৬

জাতীয়

নিখোঁজের ২ দিন পর কলেজছাত্রের মরদেহ উদ্ধার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১১ ঘণ্টা, মে ২৫, ২০১৭
নিখোঁজের ২ দিন পর কলেজছাত্রের মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জ: নিখোঁজ হওয়ার দু’দিন পর কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় আব্দুল্লাহ বিন ইহাদ (১৮) নামে এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৫ মে) সকালে উপজেলার মন্ত্রীর বাজার সংলগ্ন মাগুরী হাওরে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

আবদুল্লাহ বিন ইহাদ করিমগঞ্জ উপজেলার দেওপুর-কাজলাহাটি গ্রামের আজিজুল হকের ছেলে এবং করিমগঞ্জ ডিগ্রি কলেজের বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল।

তাড়াইল থানার উপ পরিদর্শক (এসআই) গৌতম চন্দ্র সেন বাংলানিউজকে জানান, সকালে স্থানীয়রা মন্ত্রীর বাজার সংলগ্ন মাগুরী হাওরে মরদেহটি ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।  

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, ২৩ মে (মঙ্গলবার) থেকে নিখোঁজ ছিল আব্দুল্লাহ বিন ইহাদ।

তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী মিজানুজ্জামান বাংলানিউজকে জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, মে ২৫, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।