বৃহস্পতিবার (২৫ মে) সকালে উপজেলার মন্ত্রীর বাজার সংলগ্ন মাগুরী হাওরে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
আবদুল্লাহ বিন ইহাদ করিমগঞ্জ উপজেলার দেওপুর-কাজলাহাটি গ্রামের আজিজুল হকের ছেলে এবং করিমগঞ্জ ডিগ্রি কলেজের বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল।
তাড়াইল থানার উপ পরিদর্শক (এসআই) গৌতম চন্দ্র সেন বাংলানিউজকে জানান, সকালে স্থানীয়রা মন্ত্রীর বাজার সংলগ্ন মাগুরী হাওরে মরদেহটি ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, ২৩ মে (মঙ্গলবার) থেকে নিখোঁজ ছিল আব্দুল্লাহ বিন ইহাদ।
তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী মিজানুজ্জামান বাংলানিউজকে জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, মে ২৫, ২০১৭
আরবি/