ঢাকা, মঙ্গলবার, ১৯ ফাল্গুন ১৪৩১, ০৪ মার্চ ২০২৫, ০৩ রমজান ১৪৪৬

জাতীয়

যশোরে চিকিৎসকদের মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৯ ঘণ্টা, মে ২৫, ২০১৭
যশোরে চিকিৎসকদের মানববন্ধন চিকিৎসকদের মানববন্ধন/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

যশোর: ঢাকায় চিকিৎসক ও চিকিৎসা প্রতিষ্ঠানের ওপর হামলার প্রতিবাদে এবং অবিলম্বে জড়িতদের আটকের দাবিতে যশোরে মানববন্ধন করেছে চিকিৎসকরা।

বৃহস্পতিবার (২৫ মে) দুপুরে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) যশোর শাখার আয়োজনে জেনারেল হাসপাতাল চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন- যশোর জেলা বিএমএ সভাপতি জেনারেল হাসপাতালের সুপার ডা. একেএম কামরুল ইসলাম বেনু, সহ সভাপতি ডা. শামছুল আরেফিন, সাধারণ সম্পাদক ডা. এমএ বাসার, ডা. মোসলেম উদ্দিন ও ডা. ওয়াহেদুজ্জামান আজাদ প্রম‍ুখ।

বক্তারা বলেন, ডাক্তার এবিএম আব্দুল্লাহর ওপর হামলাকারীদের অবিলম্বে আটক করে বিচারের আওতায় আনতে হবে। অন্যথায়, চিকিৎসকরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, মে ২৫, ২০১৭
ইউজি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।