ঢাকা, মঙ্গলবার, ১৯ ফাল্গুন ১৪৩১, ০৪ মার্চ ২০২৫, ০৩ রমজান ১৪৪৬

জাতীয়

ফেনীতে তিন যুবকের পানি-স্যালাইন বিরতণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩২ ঘণ্টা, মে ২৫, ২০১৭
ফেনীতে তিন যুবকের পানি-স্যালাইন বিরতণ ফেনীতে তিন যুবকের পানি-স্যালাইন বিরতণ

ফেনী: ফেনীতে অসহনীয় গরমে নিম্ন আয়ের মানুষের তৃষ্ণা মেটাতে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করেছে তিন যুবক।

বৃহস্পতিবার (২৫ মে) দুপুর সাড়ে ১২টার দিকে শহরের ট্রাংক রোডের শহীদ মিনার এলাকায় রিকশা চালক, ভ্যান চালক এবং ট্রাফিক পুলিশের মাঝে ঠান্ডা পানি ও খাবার স্যালাইন বিতরণ করেন তারা।

খেটে খাওয়া মানুষদের মাঝে যারা পানি ও স্যালাইন তুলে দিচ্ছেন তারা হলেন- আমের মক্কী, অরণ্য হাসান ও সুফিয়ান অভি।

জানতে চাইলে তারা বাংলানিউজকে জানান, ‘একান্ত নিজেদের উদ্যোগেই খেটে খাওয়া মানুষদের মাঝে এ খাবার পানি ও স্যালাইন বিতরণ করছি। যাতে করে মানুষগুলো গরমে একটু হলেও স্বস্তি পায়। ,

এদিকে তিন তরুণের এমন মহৎ আয়োজনে শহরের প্রায় অর্ধ-শতাধিক স্বেচ্ছাসেবকেও অংশ নিতে দেখা গেছে তাদের সঙ্গে। এসকল স্বেচ্ছাসেবকের সহযোগীতায় তিন’শ বোতল ঠান্ডা মিনারেল ওয়াটার ও স্যালাইন বিতরণ করেন তারা।

বাংলাদেশ সময়: ১৬১৯ ঘণ্টা, মে ২৫, ২০১৭
বিএস

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।