বৃহস্পতিবার (২৫ মে) দুপুরে সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের দুবলা গ্রামে প্রায় দুই ঘণ্টা ধরে এ সংঘর্ষ চলে। নিহত জামাল মিয়া একই গ্রামের হিম্মত আলীর ছেলে।
আহতদের নাম জানা যায়নি। আহতদের মধ্যে কয়েকজনকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতলে চিকিৎসা দেয়া হচ্ছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈনুর রহমান জানান, দুবলা গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাহাত ও রউফ নামে দু’জনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এর জের ধরে বৃহস্পতিবার দুপুরে উভয়পক্ষের লোকজন দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় দুই ঘণ্টা ধরে চলা এ সংঘর্ষে আহত হন জামালসহ অন্তত ১২ জন। অবস্থা গুরুতর হওয়ায় এদের মধ্যে জামালকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ফের সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, মে ২৫, ২০১৭
এসআই