বৃহস্পতিবার (২৫ মে) দুপুরে বগুড়া প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ভোটবর্জন করেন চেয়ারম্যান প্রার্থী সাবেক চেয়ারম্যান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য এটিএম আমিনুল ইসলাম পিন্টু এবং আওয়ামী লীগের জেলা কমিটির উপদেষ্টামণ্ডলীর সদস্য সোলায়মান আলী মাস্টার।
আমিনুল ইসলাম পিন্টু লিখিত বক্তব্যে বলেন, জেলা পরিষদের চেয়ারম্যান পদে তিন প্রার্থী একই পদে প্রতিদ্বন্দ্বিতা করি।
তিনি আরও বলেন, নির্বাচনের শুরু থেকেই দুই প্রার্থীকে নানা প্রকার হয়রানি ও মামলায় জড়ানো হয়। এ কারণে নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হয়নি। অনেক চড়াই-উৎড়াই পেরিয়ে বৃহস্পতিবার (২৫ মে) নির্বাচন অনুষ্ঠিত হয়।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে আমিনুল বলেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে জেতাতে ভোটকেন্দ্র থেকে আমাদের এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। নানাভাবে তাদের ভয়ভীতি দেখানো হয়েছে। এ অবস্থায় কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন হতে পারে না।
সংবাদ সম্মেলনে অপর চেয়ারম্যান প্রার্থী সোলায়মান আলী মাস্টারসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, মে ২৫, ২০১৭
এমবিএইচ/আরআর/বিএস