বৃহস্পতিবার (২৬ মে) দুপুরে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে বিদ্যালয়ের সভাকক্ষে দুর্নীতিবিরোধী আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি নিমাই ঘোষের সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সংগঠনটির সহ-সভাপতি শাহজামাল সিরাজী, সদস্য সচিব আব্দুস সাত্তার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকতার উদ্দিন বিপ্লব, শিক্ষক সোহেলা পারভীন প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তোমরা আগামীর ভবিষ্যৎ। তোমাদের ভালভাবে লেখাপড়া করতে হবে। দুর্নীতিমুক্ত থাকতে হবে। সমাজকে দুর্নীতিমুক্ত করে গড়ে তুলতে তোমাদের কাজ করতে হবে। কারণ তোমরাই দুর্নীতিমুক্ত সমাজ ও রাষ্ট্র গড়ার ক্ষমতা রাখো।
শেষে বিদ্যালয়ের তিন শতাধিক শিক্ষার্থীকে দুর্নীতিবিরোধী শপথবাক্য পাঠ করানো হয়।
শপথ বাক্য পাঠ করান উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি শাহজামাল সিরাজী।
বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, মে ২৫, ২০১৭
এমবিএইচ/এসএইচ