বুধবার (২৪ মে) দিবাগত গভীর রাতে ঘটনার পর ফুলগাজী থানা পুলিশ পূর্ব বশিকপুর গ্রাম থেকে তাদেরকে আটক করেন বলে জানা গেছে।
আটকরা হলেন- উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম রনি (৩২) ও বশিকপুর গ্রামের কাদের মিয়া (৪৫)।
ফুলগাজী থানার পরিদর্শক (ওসি তদন্ত) জসিম উদ্দিন জানান, ‘তারা দু’জনই নিহত সাথীর সাবেক স্বামী শাহাদাত হোসেন রিমনের বন্ধু। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তাদের আটক করা হয়েছে। ’
এর আগে বুধবার সন্ধ্যায় ফুলগাজীর জিএমহাটে বিবি ফাতেমা সাথী (২৬) নামে এক নারীকে কুপিয়ে ও তার ৫ বছরের মেয়ে ইশমাকে শ্বাসরোধ করে হত্যা করে দুর্বৃত্তরা।
বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, ২৫ মে, ২০১৭
বিএস