বৃহস্পতিবার (২৫ মে) সকালে সাভার পৌরসভার কাতলাপুর এলাকায় বীথি ও সুমন দম্পতির ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, দাম্পত্য কলহের জের ধরে সকালে বীথিকে শ্বাসরোধে হত্যা করে মরদেহ ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রেখে পালিয়ে যান সুমন।
ওই দম্পতির তিন বছরের ছেলে বাবু বাংলানিউজকে জানায়, বুধবার রাতে বাবা তার মাকে চর-থাপ্পড় দেন এবং ঝগড়া করেন।
সাভার মডেল থানার উপ পরিদর্শক (এসআই) জাফর বাংলানিউজকে জানান, ঘটনার পর থেকে মেয়েটির স্বামী পলাতক। তাকে আটকের চেষ্টা চলছে।
এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, মে ২৫, ২০১৭
আরবি/এসআই