ঢাকা, মঙ্গলবার, ১৯ ফাল্গুন ১৪৩১, ০৪ মার্চ ২০২৫, ০৩ রমজান ১৪৪৬

জাতীয়

সাভারে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৮ ঘণ্টা, মে ২৫, ২০১৭
সাভারে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ

সাভার, ঢাকা: সাভারে স্ত্রী বীথি বেগমকে (২২) শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে শহিদুল্লাহ সুমন নামে এক ব্যক্তির বিরুদ্ধে।

বৃহস্পতিবার (২৫ মে) সকালে সাভার পৌরসভার কাতলাপুর এলাকায় বীথি ও সুমন দম্পতির ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, দাম্পত্য কলহের জের ধরে সকালে বীথিকে শ্বাসরোধে হত্যা করে মরদেহ ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রেখে পালিয়ে যান সুমন।

পরে  প্রতিবেশীরা খোলা দরজা দিয়ে ঘরে ঢুকে তার মরদেহ ঝুলতে দেখেন। খবর পেয়ে পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায়।

ওই দম্পতির তিন বছরের ছেলে বাবু বাংলানিউজকে জানায়, বুধবার রাতে বাবা তার মাকে চর-থাপ্পড় দেন এবং ঝগড়া করেন।

সাভার মডেল থানার উপ পরিদর্শক (এসআই) জাফর বাংলানিউজকে জানান, ঘটনার পর থেকে মেয়েটির স্বামী পলাতক। তাকে আটকের চেষ্টা চলছে।

এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, মে ২৫, ২০১৭
আরবি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।