ঢাকা, মঙ্গলবার, ১৯ ফাল্গুন ১৪৩১, ০৪ মার্চ ২০২৫, ০৩ রমজান ১৪৪৬

জাতীয়

ফুলবাড়ীর শ্রীপুর ঘাটে সেতু নির্মাণ কাজের উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৪ ঘণ্টা, মে ২৫, ২০১৭
ফুলবাড়ীর শ্রীপুর ঘাটে সেতু নির্মাণ কাজের উদ্বোধন ফুলবাড়ীর শ্রীপুর ঘাটে সেতু নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী অ্যাডভোকেট মো. মোস্তাফিজুর রহমান ফিজার

দিনাজপুর: দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কুশলপুর শ্রীপুর এলাকার ছোট যমুনা নদীর ওপর সেতুর নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ মে) দুপুরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী অ্যাডভোকেট মো. মোস্তাফিজুর রহমান ফিজার এ সেতু নির্মাণ কাজের উদ্বোধন করেন।

স্থানীয় সরকার বিভাগের (এলজিইডি) তত্ত্বাবধানে ৯৬ মিটার দীর্ঘ ছোট যমুনা নদীর ওপর শ্রীপুর সেতুর নির্মাণ কাজে ব্যয় হবে ৫ কোটি ৩১ লাখ ৮৭ হাজার ৮৬৫ টাকা।

সেতুটি নির্মাণ শেষ হলে জেলার ফুলবাড়ী উপজেলার সঙ্গে পার্শ্ববর্তী বিরামপুর, নবাবগঞ্জ ও হাকিমপুর উপজেলার অন্তত ৫০টি গ্রামের সড়ক পথের যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটবে। গড়ে উঠবে এ এলাকায় ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান।

সেতু উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুর ফুলবাড়ী উপজেলার দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্বাস আলী মন্ডল।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) দিনাজপুরের নির্বাহী প্রকৌশলী খলিলুর রহমান, ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এহেতেশাম রেজা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হায়দার আলী শাহ, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুল, ফুলবাড়ী উপজেলা স্থানীয় সরকার প্রকৌশলী (এলজিইডি) মো. শহিদুজ্জামান, দৌলতপুর ইউপি চেয়ারম্যান আব্দুল আজিজ মন্ডল ও প্রধান শিক্ষক মিজানুর রহমান প্রমুখ।

ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের বিএনপি’র দুই শতাধিক নেতা-কর্মী প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর হাতে ফুলের তোড়া দিয়ে আওয়ামী লীগে যোগদান করেন।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, মে ২৫, ২০১৭
এসআরএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।