বৃহস্পতিবার (২৫ মে) দুপুরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী অ্যাডভোকেট মো. মোস্তাফিজুর রহমান ফিজার এ সেতু নির্মাণ কাজের উদ্বোধন করেন।
স্থানীয় সরকার বিভাগের (এলজিইডি) তত্ত্বাবধানে ৯৬ মিটার দীর্ঘ ছোট যমুনা নদীর ওপর শ্রীপুর সেতুর নির্মাণ কাজে ব্যয় হবে ৫ কোটি ৩১ লাখ ৮৭ হাজার ৮৬৫ টাকা।
সেতু উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুর ফুলবাড়ী উপজেলার দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্বাস আলী মন্ডল।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) দিনাজপুরের নির্বাহী প্রকৌশলী খলিলুর রহমান, ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এহেতেশাম রেজা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হায়দার আলী শাহ, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুল, ফুলবাড়ী উপজেলা স্থানীয় সরকার প্রকৌশলী (এলজিইডি) মো. শহিদুজ্জামান, দৌলতপুর ইউপি চেয়ারম্যান আব্দুল আজিজ মন্ডল ও প্রধান শিক্ষক মিজানুর রহমান প্রমুখ।
ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের বিএনপি’র দুই শতাধিক নেতা-কর্মী প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর হাতে ফুলের তোড়া দিয়ে আওয়ামী লীগে যোগদান করেন।
বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, মে ২৫, ২০১৭
এসআরএস/এসএইচ