ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ঘাটেই ইলিশের হালি ৪১০০ টাকা!

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৫ ঘণ্টা, জুন ২৯, ২০১৭
ঘাটেই ইলিশের হালি ৪১০০ টাকা! এক হালি ইলিশ বিক্রি হয়েছে ঘাটেই চার হাজার ১০০ টাকায়। ছবি: বাংলানিউজ

লক্ষ্মীপুর: বর্ষা ইলিশের মৌসুম। কিন্তু আষাঢ়ের মাঝামাঝিতেও লক্ষ্মীপুরের মেঘনা নদীতে জেলেদের জালে তেমন একটা ধরা পড়ছে না। কিছু ইলিশ ধরা পড়লেও দাম বেশ চড়া।

বৃহস্পতিবার (২৯ জুন) রাত ৮টার দিকে কমলনগর উপজেলার লুধূয়া মাছঘাটে এক হালি (৪টি) ইলিশ চার হাজার ১০০ টাকায় বিক্রি হয়েছে।

লক্ষ্মীপুর শহরে নিয়ে বিক্রি করতে গোফরান বেপারি স্থানীয় জেলে হারুনের কাছ থেকে ওই ইলিশের হালি কিনে নেন।

৪টি ইলিশের ওজন সাড়ে তিন কেজি।

জেলে হারুন বলেন, নদীতে ইলিশ কম। কাঙ্খিত ইলিশ ধরা পড়ছে না। যে কারণে দাম বেশি।

চারটি ইলিশের ওজন সাড়ে তিন কেজি।  ছবি: বাংলানিউজমাছ ব্যবসায়ীরা জানান, ঈদ উপলক্ষে ইলিশের চাহিদা বেড়েছে, তাই দামও চড়া।

কমলনগর উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুল কুদ্দুছ বলেন, ‘প্রচুর বৃষ্টিপাত হলে সাগর থেকে ঝাঁকে ঝাঁকে ইলিশ আসবে বলে আশা করছি। তখন জেলেদের জালে প্রচুর ইলিশ ধরা পড়বে, দামও কমবে’।

বাংলাদেশ সময়: ২৩১৫ ঘণ্টা, জুন ২৯, ২০১৭
এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।