ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

১ ইলিশ ৭০০০ টাকা!

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৬ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৭
১ ইলিশ ৭০০০ টাকা! ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগরে মেঘনা নদী থেকে ধরা আড়াই কেজি (২ কেজি ৫০০ গ্রাম) ওজনের একটি ইলিশ মাছ ৬ হাজার ৭৯০ টাকা বিক্রি হয়েছে।

রোববার (২৩ জুলাই) সন্ধ্যায় উপজেলার লুধুয়াঘাট থেকে লক্ষ্মীপুর শহরের মাছ ব্যবসায়ী মো. গোফরান মাছটি কিনে নেন। এর আগে বিকেলে স্থানীয় জেলে আজগর হোসেনের জালে ইলিশ মাছটি ধরা পড়ে।

চর ফলকন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হারুনুর রশিদ বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।

স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, বিকেলে মেঘনা নদীতে জাল ফেললে আজগর জেলের জালে মাছটি ধরা পড়ে। সন্ধ্যায় মাছটি ঘাটে আনলে একাধিক মাছ ব্যবসায়ীদের মধ্যে প্রতিযোগীতামূলক ধর-দামে (ডাকে) মাছটি বিক্রি হয়।

মাছ ব্যবসায়ী গোফরান বাংলানিউজকে জানান, ৬ হাজার ৭৯০ টাকা দিয়ে ইলিশটি কিনেছেন। লক্ষ্মীপুর শহরে উপযুক্ত দাম না পেলে মাছটি ঢাকায় পাঠানো হবে। ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কমজেলে আজগর বাংলানিউজকে জানান, এতো বড় ইলিশ তার জালে আগে কখনও ধরা পড়েনি। চড়া দামে বিক্রি করতে পারায় তিনি খুশি।

বাংলাদেশ সময়: ০০০৩ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।