ঢাকা, সোমবার, ২৪ আষাঢ় ১৪৩১, ০৮ জুলাই ২০২৪, ০০ মহররম ১৪৪৬

জাতীয়

রাখাইনে গণহত্যার প্রতিবাদে রাবি শিক্ষক সমিতির মানববন্ধন

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৭
রাখাইনে গণহত্যার প্রতিবাদে রাবি শিক্ষক সমিতির মানববন্ধন রাখাইনে গণহত্যার প্রতিবাদে রাবি শিক্ষক সমিতির মানববন্ধন

রাবি: মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর চলমান নির্যাতন ও গণহত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিক্ষক সমিতি। 

রোববার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে রাবি শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. নজরুল ইসলাম বলেন, বর্তমানে রোহিঙ্গা সংকটকে রাজনৈতিকভাবে দেখা যাবে না।

বরং আন্তর্জাতিক সমস্যা বা মানবিক দিক হিসেবে বিবেচনা করে এই সমস্যা মোকাবেলা করতে হবে।

দর্শন বিভাগের অধ্যাপক এস এম আবু বকর বলেন, রোহিঙ্গা সমস্যা একটি জাতিগত সমস্যা। এ সমস্যা সমাধানে প্রয়োজনে আরও কুটনৈতিক যোগাযোগ বাড়াতে হবে।

রাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক রুহুল আমিনের সঞ্চালনায়
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন- অর্থনীতি বিভাগের সভাপতি কেবিএম মাহবুবুর রহমান, সমাজকর্ম বিভাগের সভাপতি অধ্যাপক সাদেকুল আরেফিন, মার্কেটিং বিভাগের অধ্যাপক শাহ্ আজম শান্তন প্রমুখ।

মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।