ঢাকা, সোমবার, ২৪ আষাঢ় ১৪৩১, ০৮ জুলাই ২০২৪, ০০ মহররম ১৪৪৬

জাতীয়

তাজিয়া মিছিলে সতর্ক থাকার নির্দেশ আরএমপির

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৭
তাজিয়া মিছিলে সতর্ক থাকার নির্দেশ আরএমপির আরএমপির সদর দফতরের আয়োজিত মতবিনিময় সভা/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: আগামী পয়লা অক্টোবর পবিত্র আশুরা। ওই দিন শিয়া সম্প্রদায়ের লোকজন রাজশাহী মহানগরীতে তাজিয়া মিছিল বের করেন। তাই এবার তাজিয়া মিছিল বের করার সময় সংশ্লিষ্টদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার মাহাবুবর রহমান।

পবিত্র আশুরা উপলক্ষে বুধবার (২৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় আরএমপির সদর দফতরের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় এ নির্দেশনা দেন পুলিশ কমিশনার।

আরএমপি কমিশনার মাহাবুবর রহমান সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- আরএমপির অতিরিক্ত কমিশনার সরদার তমিজ উদ্দিন আহমেদ, উপ-কমিশনার (সদর) তানভির হায়দার চৌধুরী, উপ-কমিশনার (পূর্ব) একেএম নাহিদুল ইসলাম, নগর পুলিশ স্পেশাল ব্রাঞ্চের (সিটিএসবি) উপ-কমিশনার আবদুল্লাহ আল মামুন, উপ-কমিশনার (পিওএম) হেমায়েতুল ইসলাম, সিনিয়র সহকারী কমিশনার (সদর) ইফতেখায়ের আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এছাড়া বিভিন্ন তাজিয়া কমিটি, শিয়া মসজিদের নেত‍ারা উপস্থিত ছিলেন।

সভায় আরএমপি কমিশনার বলেন, আশুরা দিন সু-শৃঙ্খলভাবে তাজিয়া মিছিল বের করতে হবে। মিছিল বের করা নিয়ে কোথাও কোনো বিশৃঙ্খলা করা যাবেনা। এছাড়া লাঠিখেলার সময়ও সংশ্লিষ্ট এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাথতে হবে। এ নিয়ে কারও সঙ্গে সংঘর্ষে জড়ানো যাবেনা। মিছিলে সন্দেহভাজন কাউকে দেখলে পুলিশকে জানাতে হবে।

এছাড়া পবিত্র আশুরা উপলক্ষে রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকার শোক পদযাত্রা, আলোচনা সভা, মিলাদ-মাহফিল, শিরনি বিতরণ ইত্যাদি ধর্মীয় অনুষ্ঠান সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে হবে। এজন্য সভায় সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন আরএমপি কমিশনার।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৭
এসএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।