ঢাকা, সোমবার, ২৪ আষাঢ় ১৪৩১, ০৮ জুলাই ২০২৪, ০০ মহররম ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে পৃথক ঘটনায় দুইজনের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৭
রাজশাহীতে পৃথক ঘটনায় দুইজনের মৃত্যু

রাজশাহী: রাজশাহীতে পৃথক ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। বুধবার (২৭ সেপ্টেম্বর) রাজশাহীর মোহনপুরে বজ্রপাতে রাকিব হোসেন (১৬) নামে কলেজ ছাত্র ও সাপের কামড়ে বাঘা উপজেলায় রফিকুল ইসলাম (৪০) নামে কৃষকের মৃত্যু হয়।

রাকিব হোসেন কেশরহাট ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ও ঘাসিগ্রাম ইউনিয়নের সিংহমারা গ্রামের আব্দুল লতিফের ছেলে।

রাজশাহীর মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পরভেজ জানান, দুপুর ১টার দিকে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে পড়ে।

দেড়টার দিকে ফুলকপির বাগানে পানি নিষ্কাশন করার সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই রাকিবের মৃত্যু হয়।

এদিকে রাজশাহীর বাঘায় রফিকুল ইসলাম (৪০) নামের কৃষক সাপের কামড়ে মৃত্যুবরণ করেছেন। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দিনগত রাত ১টায় নিজ বাড়ির বারান্দায় ঘুমন্ত অবস্থায় তাকে কামড় দেয় একটি সাপ। তাংক্ষণিক তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎস‍াধীন বুধবার বেলা ১১টায় তিনি মারা যায়।

নিহতের জামাই রইস উদ্দীন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। নিহত রফিকুল বাঘা উপজেলার তুলশিপুর গ্রামের আব্দুল লতিফের ছেলে।

এ ব্যাপারে রাজপাড়া থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানিয়েছেন, থানার কর্তব্যরত উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৭
এসএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।