ঢাকা, শুক্রবার, ২১ আষাঢ় ১৪৩১, ০৫ জুলাই ২০২৪, ২৭ জিলহজ ১৪৪৫

জাতীয়

রাজশাহীতে মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগে লম্পট গ্রেফতার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৭
রাজশাহীতে মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগে লম্পট গ্রেফতার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: রাজশাহীতে সৎ মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জিয়ারুল ওরফে জিয়া (৪০) নামে এক লম্পট বাবাকে গ্রেফতার করেছে পুলিশ। 

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সকালে রাজশাহী নগরীর একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পরে আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

জিয়া দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার বিনাকুলি বাজারের আজাহার আলীর ছেলে।  

গত ২৯ আগস্ট জিয়ার বিরুদ্ধে তার স্ত্রী বাদী হয়ে রাজশাহীর শাহ মখদুম থানায় মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগে একটি মামলা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা শাহ মখদুম থানার উপ-পরিদর্শক (এসআই) মমতাজ উদ্দিন বাংলানিউজকে বলেন, জিয়ার বিরুদ্ধে অভিযোগ, গত ২৩ আগস্ট রাত ১টার দিকে জিয়া তার সৎ মেয়েকে ধর্ষণের চেষ্টা করেন।

তিনি জানান, ৮ বছর আগে জিয়ার সঙ্গে ওই মেয়েটির মায়ের দ্বিতীয় বিয়ে হয়। এরপর মায়ের কাছেই থাকতে শুরু করে তার আগের স্বামীর ঘরের একটি মেয়ে। বর্তমানে ওই মেয়েটির বয়স ১০ বছর। এছাড়া জিয়ারও পাঁচ বছরের একটি ছেলেও আছে।  

এসআই মমতাজ উদ্দিন বলেন, মামলা করতে বিলম্ব হওয়ায় মেয়েটির ডাক্তারি পরীক্ষা করা হয়নি। তবে রাজশাহী মহানগর ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক জাহিদুল ইসলামের কাছে মেয়েটি জবানবন্দি দিয়েছে। সেখানে সে অভিযোগ করেছে, তার সৎ বাবা তাকে ধর্ষণের চেষ্টা করেছে। পরে সুজানগরের বাড়ি থেকে শুক্রবার সকালে তাকে গ্রেফতার করা হয়।  

বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৭
এসএস/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।