ঢাকা, শুক্রবার, ২১ আষাঢ় ১৪৩১, ০৫ জুলাই ২০২৪, ২৭ জিলহজ ১৪৪৫

জাতীয়

বাগমারায় বজ্রপাতে নিখোঁজ তিন জেলের মরদেহ উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৪ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৭
বাগমারায় বজ্রপাতে নিখোঁজ তিন জেলের মরদেহ উদ্ধার

রাজশাহী: রাজশাহীর বাগমারা উপজেলার বড়বিহানলী গ্রামের বিলসুতি বিলে বজ্রপাতের ঘটনায় নিখোঁজ তিন জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (০১ অক্টোবর) দুপুর দেড়টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে সকালে ওই বিলে মাছ ধরতে গিয়ে বেলা সাড়ে ১১টার দিকে বজ্রপাতের ঘটনায় নৌকা ডুবে নিখোঁজ হন তারা।

 

নিহতরা হলেন- রাজশাহীর বাগমারা উপজেলার বড়বিহানালী গ্রামের বশির উদ্দিনের ছেলে আবুল হোসেন (৪৫), আবদুল খালেকের ছেলে খুরশেদ আলম (৩৫) ও সেকেন্দার আলীর ছেলে জালাল উদ্দিন (৩৪)। বর্তমানে তাদের মরদেহ পুলিশের হেফাজতে রয়েছে।   

বড়বিহনলী ইউনিয়নের (ইউপি) চেয়ারম্যান মাহমুদুর রহমান মিলন বাংলানিউজকে বলেন, সকালে ওই বিলে দু’টি নৌকায় করে জেলেরা মাছ ধরছিলেন। তার একটি নৌকায় ছিলেন আটজন ও অপরটিতে ছিলেন চারজন। বেলা ১১টার দিকে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে চারজন থাকা নৌকার সবাই পানিতে পড়ে যান। এসময় পানিতে পড়ে যাওয়া চারজনের মধ্যে একজন সাঁতরে পাড়ে উঠতে পারলেও তিনজন নিখোঁজ হন। এছাড়াও বজ্রপাতে অপর নৌকার আটজন আহত হন।

ঘটনা পর পরই ডুবুরি দলকে জানানো হলেও তারা পৌঁছানোর আগেই স্থানীয়রা নিখোঁজদের মরদেহ উদ্ধার করেন। এ ঘটনায় আহত সাত জেলেকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তারা আশঙ্কামুক্ত বলেও জানান তিনি।

এ বিষয়ে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ বাংলানিউজকে বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে রাজশাহী সদর ফায়ার স্টেশনের ডুবুরি দলকেও খবর পাঠানো হলে তাদের আসার আগেই স্থানীয়রা নিখোঁজ ওই তিন জেলের মরদেহ উদ্ধার করেন।  

বর্তমানে মরদেহগুলো পুলিশের হেফাজতে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়ের  করা হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

** বাগমারার বিলসুতি বিলে বজ্রপাত, তিন জেলে নিখোঁজ

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৭
এসএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।