ঢাকা, শুক্রবার, ২১ আষাঢ় ১৪৩১, ০৫ জুলাই ২০২৪, ২৭ জিলহজ ১৪৪৫

জাতীয়

তামাক নিয়ন্ত্রণ আইন লঙ্ঘন হলেও নেই কার্যকর ব্যবস্থা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৬ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৭
তামাক নিয়ন্ত্রণ আইন লঙ্ঘন হলেও নেই কার্যকর ব্যবস্থা অ্যাসোসিয়েশন ফর কম্যুনিটি ডেভেলপমেন্ট-এসিডি’র সভাকক্ষে তামাক বিরোধী মিডিয়া জোটের (আত্মা) এই সভা

রাজশাহী: রাজশাহীতে তামাক কোম্পানিগুলো ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন লঙ্ঘন করেই চলেছে।

তামাক নিয়ন্ত্রণ আইন অনুসারে পয়েন্ট অব সেল বা তামাকের বিক্রয় কেন্দ্রে যে কোনো ধরনের বিজ্ঞাপন প্রদর্শন, প্রণোদনা, পুরস্কার বিতরণ বা উপহার প্রদান ও তামাক পণ্য বিতরণ বা এর প্রচার নিষিদ্ধ।  

এরপরও তামাক কোম্পানিগুলো তাদের পণ্যের প্রকাশ্য প্রচারণা অব্যাহত রেখেছে।

কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে এই ব্যাপারে কার্যকর কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

তামাক বিরোধী মিডিয়া জোটের বিভাগীয় সভায় জোটের সদস্যরা বক্তব্য রাখতে গিয়ে তামাক নিয়ন্ত্রণ আইনের প্রয়োগ নিয়ে উদ্বেগজনক এই তথ্য প্রকাশ করেন।

মঙ্গলবার (৩ অক্টোবর) বিকেলে অ্যাসোসিয়েশন ফর কম্যুনিটি ডেভেলপমেন্ট-এসিডি’র সভাকক্ষে তামাক বিরোধী মিডিয়া জোটের (আত্মা) এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় দৈনিক যায়যায়দিন জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা প্রতিনিধি আহসান হাবীবের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন- আত্মা’র কেন্দ্রীয় বিভাগীয় প্রতিনিধি ও বাসস সিনিয়র রিপোর্টার ড. আইনুল হক, বাংলানিউজের সিনিয়র করেসপন্ডেন্ট শরীফ সুমন, ইন্ডিপেন্ডেন্ট টিভির রাজশাহীর ব্যুরো প্রধান আহসান হাবীব অপু, এসএ টিভি নওগাঁ জেলা প্রতিনিধি মামুনুর রশিদ বাবু, দৈনিক আমাদের রাজশাহীর চিফ রিপোর্টার জিয়াউল হক জিয়া, বাংলাভিশন রাজশাহী প্রতিনিধি পারিতোষ চৌধুরী আদিত্য, সময় টিভি বগুড়ার প্রতিনিধি মাজেদুর রহমান, সোনালী সংবাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি ডাবলু কুমার ঘোষ, এসএ টিভি চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি আহসান হাবিব এসিডির অ্যাডভোকেসি অফিসার শরিফুল ইসলাম শামীম, প্রোগ্রাম অফিসার কৃষ্ণা রানী প্রমুখ।

সভাটি পরিচালনা করেন এসিডি’র প্রকল্প সমন্বয়ক এহসানুল আমিন ইমন।

সভায় বক্তারা আইন লঙ্ঘনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তামাক পণ্য বিক্রেতাদের জরিমানার অর্থ তামাক কোম্পানি কর্তৃক ফিরিয়ে দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন।  

এছাড়া তামাক নিয়ন্ত্রণ আইন যথাযথ বাস্তবায়নের লক্ষ্যে রাজশাহীসহ বিভাগের আট জেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সংখ্যা বাড়ানো এবং তামাক কোম্পানিকে জরিমানা ও শাস্তির আওতায় আনার দাবি জানান এই জোটের সদস্যরা।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৭
এসএস/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।