ঢাকা, শুক্রবার, ২১ আষাঢ় ১৪৩১, ০৫ জুলাই ২০২৪, ২৭ জিলহজ ১৪৪৫

জাতীয়

গোদাগাড়ী সীমান্তে ৪২ লাখ টাকার হেরোইন জব্দ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০২ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৭
গোদাগাড়ী সীমান্তে ৪২ লাখ টাকার হেরোইন জব্দ গোদাগাড়ী সীমান্তে ৪২ লাখ টাকার হেরোইন জব্দ। ছবি: বাংলানিউজ

রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ী সীমান্ত থেকে দুই কেজি হেরোইন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি-১) সদস্যরা। 

শুক্রবার (৬ অক্টোবর) সকালে বিজিবি গোদাগাড়ী সীমান্ত ফাঁড়ির একটি টহল দল রেলবাজার খেয়াঘাট এলাকায় অভিযান চালিয়ে হেরোইনগুলো জব্দ করে।

বিজিবি-১ ব্যাটালিয়নের অধিনায়ক শামীম মাসুদ আল ইফতেখার বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি গোদাগাড়ী সীমান্ত ফাঁড়ির কমান্ডার নায়েক ইউনুছ মিয়ার নেতৃত্বে একটি টহল দল রেলবাজার খেয়াঘাট এলাকায় অভিযান চালিয়ে ২ কেজি ১শ’ ১০ গ্রাম হেরোইন জব্দ করেন।

এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারী দলের সদস্যরা হেরোইন ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করতে পারেনি।  

তিনি আরও জানান, জব্দ করা হেরোইনের আনুমানিক মূল্য ৪২ লাখ ২০ হাজার টাকা। হেরোইনগুলো ব্যাটালিয়নের সিজার স্টোরে জমা করা হয়েছে। পরে জনসম্মুখে তা ধ্বংস করা হবে।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৭
এসএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।