শুক্রবার (২০ অক্টোবর) দুপুর ১২টা থেকে লঞ্চ চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিএ আরিচা কার্যালয়ের ট্রাফিক বিভাগের সহকারী পরিচালক ফরিদুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, বৈরী আবহাওয়ায় নদীতে স্রোত বেড়ে যাওয়ায় নৌপথে দুর্ঘাটনা এড়াতে সাময়িক লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে।
আবহাওয়া স্বাভাবিক হলে ফের লঞ্চ চলাচল শুরু হবে বলেও জানান তিনি।
তবে ফেরি চলাচল স্বাভাবিক থাকার কারণে লঞ্চ পারাপারের যাত্রীরা ফেরিতে পারাপার হতে পারছেন।
**পাটুরিয়া-দৌলতদিয়ায় পারাপারের অপেক্ষায় ৬ শতাধিক যানবাহন
বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৭
জেডএস