সদরঘাট- ফাইল ফটো
ঢাকা: বৈরী আবহাওয়ার কারণে সদরঘাট থেকে সারাদেশের সঙ্গে নৌ-চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
শুক্রবার (২০ অক্টোবর) বেলা ৪টায় বাংলানিউজকে বিষয়টি জানিয়েছেন বিআইডব্লিউটিএ-এর সদরঘাটে দায়িত্বরত নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের যুগ্ম পরিচালক শাহেদ রেজা।
তিনি বলেন, বেলা আড়াইটা থেকে নৌ চলাচল বন্ধ রাখা হয়েছে।
এর আগে সকাল থেকে ৬৫ ফিটের নিচের লঞ্চগুলো বন্ধ রাখা হয়েছিলো। পরে আবহাওয়া আরো বিরূপ আকার ধারণ কারায় সকল নৌ যান বন্ধ রাখা হয়। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সকল নৌ চলাচল বন্ধ থাকবে।
বাংলাদেশ লঞ্চ মালিক সমিতির প্রধান উপদেষ্টা গোলাম কিবরিয়া টিপু বাংলানিউজকে বলেন, বিআইডব্লিউটিএ লঞ্চ বন্ধ রাখার ঘোষণা দেওয়ায় মালিক পক্ষ কোনো লঞ্চ ছাড়ছে না। আবওয়ার পরিবর্তন না হওয়া পর্যন্ত তা বন্ধ থাকবে।
বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৭
এসজে/বিএস
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।